Hot Posts

6/recent/ticker-posts

আদিত্য অভিযান! সূর্যের ঘনিষ্ঠ হবে

বিদেশি খবর ........ WWW.SKMDSAMIMSMS.IN..IN  আদিত্য অভিযান! সূর্যের ঘনিষ্ঠ হবে
সােলার অরবিটার, কোল ঘেঁষে ছবি
তুলবে, ইতিহাস তৈরির পথে নাসা,
ইএসএ

দ্য ওয়াল ব্যুরাে সৌর অভিযানে যাচ্ছে
সােলার অরবিটার। এক বিরল মহাজাগতিক
দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। ইতিহাস
গড়ার পথে নাসা ও ইএসএ (ইউরােপীয়ান
স্পেস এজেন্সি)। এতদিন সূর্যের পাড়াতেই
ছিল তার বাস। সেই ফেব্রুয়ারি থেকে। তবে
সৌরমুলুকের কর্তার মুখােমুখি হওয়ার
সুযােগ পায়নি। সেই মাহেন্দ্রক্ষণ আসতে
চলেছে। সূর্যের একেবারে কাছাকাছি চলে
যাবে সােলার অরবিটার। কোল ঘেঁষে বসে
ছবি তুলে পাঠাবে পৃথিবীতে। সূর্য থেকে তার
দূরত্ব হবে সাড়ে সাত কোটি কিলােমিটারের
কিছু বেশি। পরের পর্যায়ে দূরত্ব আরও
কমিয়ে চার কোটি কিলােমিটারেও পৌঁছতে
পারে সােলার অরবিটার। তখন বুধের
থেকেও সে বেশি ঘনিষ্ঠ হবে সূর্যের।
সৌরমণ্ডলের কর্তার এত কাছে যাওয়ার
সাহস এর আগে কেউ দেখায়নি। সেই
দুঃসাহসিক অভিযানের পথেই পা বাড়িয়েছে
নাসা ও ইএসএ।
বৃহস্পতিবার, ১৬ জুলাই তৈরি হবে ইতিহাস।
কাউন্টডাউন শুরু করে দিয়েছে নাসা ও ইএসএ।
এই অভিযানের আড়ম্বর বিরাট। আয়ােজনও
বিশাল। এক আধটা দেশ নয়, বিভিন্ন দেশের
মহাকাশবিজ্ঞানীদের অবদান রয়েছে।
ইউরােপীয়ান স্পেস এজেন্সির ১২ সদস্য যথা
অয়াি, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি,
ইতালি, নরওয়ে, পােলান্ড, স্পেন, সুইডেন,
সুইৎজারল্যান্ড ও ব্রিটেনের বিজ্ঞানীরা রয়েছেন
সােলার অরবিটার মিশনের গবেষণা ও
ইঞ্জিনিয়ারিং বিভাগে।
বিদেশি খবর ........ WWW.SKMDSAMIMSMS.IN..IN

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

"