সেখ মহাঃ সামিম sms : চিনা কমিউনিস্ট পার্টির তিন অফিসারের বিরুদ্ধে।
আমেরিকার নিষেধাজ্ঞা জারি নিয়ে আগেই
প্রতিবাদে সরব হয়েছিল বেজিং। এবার প্রত্যাঘাত
করল বেজিংও। কট্টর চিন সমালােচক বলে পরিচিত
৩ মার্কিন রাজনীতিবিদ এবং আমেরিকার এক
রাষ্ট্রদূতের উপর ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সােমবার এ খবর জানানাে হয়েছে বেজিংয়ের
তরফে। তবে ঠিক কী ধরনের নিষেধাজ্ঞা জারি
করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার
ফলে দুই বিবদমান দেশের মধ্যে বিতর্কের
তালিকাটা আরও খানিকটা দীর্ঘ হল।
চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক
বিরােধিতার একের পর এক ইট যেন গাঁথা হয়েই
চলেছে। করােনা নিয়ে বেজিংয়ের বিরুদ্ধে একের
পর এক তােপ দেগেছিলেন মার্কিন প্রেসিডেন্ট
ডােনাল্ড ট্রাম্প।
চিনা বিদেশ মন্ত্রকের হুয়া চুনইং ৪ মার্কিন রাজনীতিবদের উপর নিষেধাজ্ঞা জারি কথা জানিয়ে দিয়েছেন । বেজিংয়ের ওই তালিকায় রয়েছেন দুই রিপাবলিক সেনেটর মার্কো রুবি এবং টেড ক্রাজ। এঁরা দুজনেই চিনের কড়া সমালোচক বলেই মার্কিন মুলুকে বিখ্যাত ।
আমেরিকার নিষেধাজ্ঞা জারি নিয়ে আগেই
প্রতিবাদে সরব হয়েছিল বেজিং। এবার প্রত্যাঘাত
করল বেজিংও। কট্টর চিন সমালােচক বলে পরিচিত
৩ মার্কিন রাজনীতিবিদ এবং আমেরিকার এক
রাষ্ট্রদূতের উপর ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সােমবার এ খবর জানানাে হয়েছে বেজিংয়ের
তরফে। তবে ঠিক কী ধরনের নিষেধাজ্ঞা জারি
করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার
ফলে দুই বিবদমান দেশের মধ্যে বিতর্কের
তালিকাটা আরও খানিকটা দীর্ঘ হল।
চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক
বিরােধিতার একের পর এক ইট যেন গাঁথা হয়েই
চলেছে। করােনা নিয়ে বেজিংয়ের বিরুদ্ধে একের
পর এক তােপ দেগেছিলেন মার্কিন প্রেসিডেন্ট
ডােনাল্ড ট্রাম্প।
চিনা বিদেশ মন্ত্রকের হুয়া চুনইং ৪ মার্কিন রাজনীতিবদের উপর নিষেধাজ্ঞা জারি কথা জানিয়ে দিয়েছেন । বেজিংয়ের ওই তালিকায় রয়েছেন দুই রিপাবলিক সেনেটর মার্কো রুবি এবং টেড ক্রাজ। এঁরা দুজনেই চিনের কড়া সমালোচক বলেই মার্কিন মুলুকে বিখ্যাত ।
0 মন্তব্যসমূহ