Hot Posts

6/recent/ticker-posts

ইরান সামরিক দিক থেকে তিনগুন এগিয়ে

সামরিক শক্তিতে তিন ধাপ এগিয়ে ইরান, তবু ইসরাইলের কেন এত দাপট?

ইরান ইসরাইলের থেকে সামরিক শক্তিতে তিন গুন এগিয়ে আছে  । সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে আন্তজার্তিক  র‍্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14 , আর ইসরাইলের অবস্থান 17 . পারমাণবিক স্থাপনা, সামরিক খাতে ব্যয়, সেনাদের সদস্য সংখ্যা সবকিছুতেই এগিয়ে । টক্কর দিকে প্রস্তুত তেহরান। তাহলে কেন তেল আবিবের এত দাপট ? কারণ কি ?
 
IRAN VS ISRAIL

কারণ একটায় সবার ওপর আমেরিকার যুক্তরাষ্ট্রের মাথার হাত ইজরায়েল এর ওপর, সাথে তাদের সঙ্গ সঙ্গ ইউরোপীয় ইউনিয়ন ইংল্যান্ড,জার্মান,ফ্রান্স ইজরায়েল সাপোর্ট । কিন্তু এটাও বলা যায় ইরানের সাপোর্ট কম নেই রাশিয়া, চিন, পাকিস্তান , ইরাক, লেবানন, সিরিয়া,  উত্তর কোরিয়া, এমন কি ন্যাটোভুক্ত  তুরস্কো , 

কত  01.10.2024 ইসরাইলের স্থানীয় সময় অন্তত ১৮০ টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান৷ ইসরাইলের তিনটি সামরিক ঘাঁটি এবং বেশ কিছু অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালায় ইরান ৷ 

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানান দখলদারের গাজায় চলমান হত্যাকাণ্ড করে এবং হামাসের নেতা ইসমাইল হানিয়া তারপরে মোল্লার প্রধান নাসিরুল্লাহ কে হত্যা করার জবাবে এ হামলা চালানো হয়েছে ইরানের দাবি ৷ 



বিবিসি সাংবাদিক মাধ্যম জানায় ইসরাইলের ইরানের মধ্যে যদি সরাসরি সংঘাত হয়ে যায় এই আঞ্চলিক যুদ্ধের আসংখ্যা করছে সবাই। তাহলে একটি তৃতীয় বিশ্বযুদ্ধে আশঙ্কা দেখছে। কারণ গ্লোবাল ফায়ার পাওয়ারে পরিসংখ্যানে ইরান ইসরাইলের থেকে তিনগুণ এগিয়ে ৷ ইরান যদি সম্পূর্ণ শক্তি দিয়ে ইসরাইলকে আক্রমণ করে ইসরাইলের একটি ছোট্ট মাত্র দেশ ইসরাইলের যা বারবার অন্ত শুধুমাত্র আমেরিকার ওপর মাথা হাত আছে বলে কিন্তু ইরানি যদি পরমাণু বোম থাকে অনুমান করা হচ্ছে থাকলেও থাকতে পারে যদি একটি পরমাণু বোম ফেলে দেয় রাগের বশত তাহলে ইসরাইলের জনসংখ্যা একেবারেই শেষ হয়ে যাবে ৷ জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেভাবে ৬০ লক্ষ ইহুদী কে হত্যা করেছিল সেই নিপংস ইহুদি জাতিটাই শেষ হয়ে যাবে ৷ নিপংস ইহুদী এ কারণে বলা হচ্ছে ওদের নিজস্ব কোন দেশ নেই যবর দখল করে তারা একটি দেশ গঠন করেছে। কারণ এই ইহুদি জাতিকে কোন কোন দেশে আশ্রয় দিচ্ছিল না দ্বিতীয়বিশ্বযুদ্ধের আগে থেকে। ইংরেজরা ফিলিস্তিনের পাশে একটা ইহুদি সম্প্রদায়কে বাসস্থান হিসেবে ছেড়ে দিয়েছিল কারণ তাদের কোন দেশ ছিল না পরবর্তীকালে আস্তে আস্তে ফিলিস্তিনির উপর যাবত দখল করতে করতে ফিলিস্তিনের ওয়ান থার্ড ওরা দখল করে ফেলে এখন ওদের এখন ওদের আস্তে আস্তে লেবানন মধ্যপ্রাচ্য কে নিজের আয়ত্তের করে নিতে চায়। তাই এই যুদ্ধে যুদ্ধে খেলায় মেতে উঠেছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতাহু বেঞ্জামিন ৷

 

ইরান এবং ইসরাইলের সামরিক শক্তির গ্রাফি দেয়া হলো


সেনাসদস্যের সংখ্যা

International institute for Strategic Strateg The Mititary Blance 2013 

সাল অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা আনুমানিক ৬ লাখ ৭০ হাজার যা বর্তমানে এর থেকেও অধিক ৷

 ইরান

 এর মধ্যে ৩ লাখ ৫০ হাজার এর ওপর সেনা সদস্য রয়েছে এবং ১ লাখ ৯০ হাজারের মতো বিপ্লবী গার্ড  বাহিনীর ৷ ১৮ হাজার নৌসেনা ৩৭ হাজার বিমান সিনা এবং সাথে ১৫ হাজার বিমান প্রতিরক্ষা সদস্য দেশটিতে রয়েছে ৩ লাখ ৫০ হাজারেরও বেশি রিজার্ভ সেনাও।

 

সেখানে ইসরাইলের সামরিক বাহিনীর  সদস্য সংখ্যা এক লাখ ৭০ হাজার ৫০০  এবং এর মধ্যে সেনাবাহিনীর সদস্য সংখ্যা এক লাখ ছাব্বিশ থেকে ত্রিশ হাজার নৌসেনা ৯৫০০ এবং বিমান বাহিনীর সদস্য ৩৪ হাজার দেশটিতে রয়েছে চার লাখ সেনা ৷ 

 ইসরাইলের

ইসরাইলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্যসংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৫০০। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ১ লাখ ২৬ হাজার, নৌসেনা ৯ হাজার ৫০০ এবং বিমানবাহিনীর সদস্য ৩৪ হাজার। দেশটির রয়েছে ৪ লাখ ৬৫ হাজার রিজার্ভ সেনাও।


 

সামরিক খাতে ব্যয়

 ইরান

গবেষণার প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিচার্জ রিসার্চ ইনস্টিটিউটের গত এপ্রিল মাসের তথ্য মতে ইরান ২০২৩ সালে সামরিক খাদে ব্যয় করেছে ১০.৩ বিলিয়ন অর্থাৎ এক হাজার ত্রিশ কোটি ডলারের মত। 

আর একই সময়ে ইসরাইলের ব্যয় ছিল ২৭.৫ বিলিয়ন অর্থাৎ ২৭৫০ কোটি ডলার এটি ২০২২ সালে তুলনায় ২৪ শতাংশ বেশি।

স্থলবাহিনী 

 ইরান

ইরানে রয়েছে 2023 সাল অনুযায়ী ১০৫১৩ টি ট্যাঙ্ক ৬৭৯৮ কামান এবং ৬৪০ টির বেশি সাজুয়া যান ৷ এছাড়াও সেনাবাহিনী রয়েছে ৫০ টি হেলিকপ্টার। ইরানি বিপ্লবী কার্ড বাহিনীর রয়েছে আরও অত্যাধুনিক রাশিয়ার পাঁচটি হেলিকপ্টার

ইসরাইলের

আর ইসরাইলের রয়েছে ২০২২ এর সমীক্ষায় ৪০০ টি ট্যাংক ৫৩৩টি কামান এবং ১১৯০ টি সাজুয়া যান ৷

 

 

বিমানবাহিনী

 ইরান

 দ্য মিলিটারি ব্যালান্স ২০২৩ সালে, ইরানের বিমানবাহিনীর রয়েছে ৩১২টি যুদ্ধবিমান, বিপ্লবী গার্ডের হাতে রয়েছে আরও ২৩টি। বিমানবাহিনীর রয়েছে ২টি জঙ্গি হেলিকপ্টার, সেনাবাহিনীর রয়েছে ৫০টি এবং বিপ্লবী গার্ডের ৫টি।

 ইসরাইলের

 আর ইসরাইলের রয়েছে ৩৪৫টি যুদ্ধবিমান ও ৪৩টি জঙ্গি হেলিকপ্টার।

 

নৌবাহিনী 

ইরানে রয়েছে ১৭ টি সাবমেরিন ৬৮টি প্যাট্রল ও কোস্টাল কমব্যাটান্ট 12 টি ল্যান্ডিং শিফট 11 টি লান্ডিং ক্র্যাফট ১৮টি লজিস্টিক ও সাপোর্ট সরঞ্জাম ৭টি রণতরি,

ইসরাইলে রয়েছে পাঁচটি সাবমেরিন ৫০ টি পেট্রোল ও কমব্যাটান্ট।

 

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

ইরানের আছে বিভিন্ন ধরনের পার্লার ভূমি থেকে আকাশ নিক্ষেপ যোগ্য ক্ষেপণাস্ত যেমন S 2000 S 300 বর্তমানে S 400 রাশিয়া থেকে আমদানি করেছে বলে খবর বিশেষ সূত্রে  ৷ চীন থেকে কেনা MI 23 হক HQ 2003 থেকে সর্বমাত্র CHCA-4 ফোর এবং 9K 331

 

ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মূলত নির্ভরশীল ‘আয়রন ডোম’–ব্যবস্থার ওপর।
একেকটি আয়রন ডোম–ব্যবস্থায় থাকে একটি রাডার, যা সম্ভাব্য আঘাত হানা ক্ষেপণাস্ত্র বা অন্য বস্তুর গতি ও লক্ষ্যস্থল শনাক্ত করে। পরে নিয়ন্ত্রণকক্ষ হিসাবনিকাশ করে দেখে, এটি কোনো শহরের জন্য হুমকি কিনা।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

 

ইরান

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের দেয়া তথ্য অনুসারে, ইরানের অস্ত্রভান্ডারে রয়েছে অন্তত ১২ ধরনের মধ্যম ও স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলোর একটি টনডার ৬৯, এর পাল্লা ১৫০ কিলোমিটার। এ ছাড়া আছে খোরামশাহর ও সেজিল। এগুলোর পাল্লা ২ হাজার কিলোমিটার পর্যন্ত।

 

ইসরাইল

অপর দিকে ইসরাইলের রয়েছে অন্তত চার ধরনের স্বল্প ও মধ্যম এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মধ্যে এলওআরএ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২৮০ কিলোমিটার ও জেরিকো–৩ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪ হাজার ৮০০ কিলোমিটার থেকে ৬ হাজার ৫০০ কিলোমিটার ।

 

পারমাণবিক সক্ষমতা

 

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মতে, ইসরাইলের আনুমানিক ৯০টি পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে। এদিকে ধারণা করা হয়, ইরানের পারমাণবিক অস্ত্র নেই। তবে তার রয়েছে খুবই সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি। দেশটি বেশ কিছু পারমাণবিক স্থাপনা ও গবেষণাকেন্দ্র পরিচালনা করছে।

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্রের উৎপাদন নিষিদ্ধ করে ২০০০ সালের শুরুতে একটি ফতোয়া দেন। ওই ধর্মীয় নির্দেশনার যুক্তি হিসেবে বলেন, ‘ইসলামে এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ।’ অবশ্য ইসরাইলের আগ্রাসন ও বৈশ্বিক হুমকি বিবেচনায় গত মে মাসে তেহরান তার অস্তিত্ব রক্ষায় পারমাণবিক নীতিতে বদল আনার হুমকি দিয়েছে। তাই গোপনে পারমাণবিক অস্ত্রের উৎপাদন করে চলেছেে ৷


 






বিদেশি খবর ........ WWW.SKMDSAMIMSMS.IN..IN

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

"