![]() |
রাশিয়া উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ছবি: সংগৃহীত |
এদিকে ইরানের পরমাণু শক্তি সংস্থা দাবি করেছে, ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার সম্ভাবনা ‘অত্যন্ত কম’ এবং দেশটি যেকোনো সম্ভাব্য ক্ষতি ‘দ্রুত পুষিয়ে’ নিতে পারবে।
গতকাল বুধবার (১৬ অক্টোবর) সংস্থাটির মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, ‘এটি ঘটার সম্ভাবনা খুবই কম। কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণের ঘটনা ঘটলে, নিশ্চিত থাকুন, এটি সফল হবে না। এমন কোনো বোকামি করে, তাহলে তারা আমাদের কোনো গুরুতর ক্ষতি করতে পারবে না এবং যদি ধরেও নেওয়া হয় যে তারা কিছু ক্ষতি করতে পারে, তবে তেহরান দ্রুত তা পুষিয়ে নিতে সক্ষম হবে।’ পরবর্তীতে কালে ইরান যেভাবে আক্রমণ করবে দখলদার ইসরাইল বলে আর কিছু অংশ থাকবে না ।
ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় পাল্টা অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে একটি সূত্র এমনটি জানিয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন, পাল্টা আক্রমণ শুধু সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকবে, জ্বালানি বা পারমাণবিক স্থাপনায় নয়।
0 মন্তব্যসমূহ