Hot Posts

6/recent/ticker-posts

সীমান্তে টেনশনের মধ্যেই ভারত মহাসাগরে চীনের যুদ্ধজাহাজ, উদ্বেগ

সীমান্তে টেনশনের মধ্যেই ভারত মহাসাগরে চীনের যুদ্ধজাহাজ, উদ্বেগ


বিদেশি খবর ........ WWW.SKMDSAMIMSMS.IN..IN

নয়াদিল্লি ও বেজিং, ৪ জুলাই (পিটিআই): ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে টেনশনের মধ্যেই ভারত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজের উপস্থিতি উদ্বেগ আরও বাড়িয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে চীনা বিশেষজ্ঞের একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে। সাংহাই আকাদেমি অব সোশ্যাল সায়েন্সেস-এর গবেষক হু জিইয়ং বলেছেন, ভারত যদি কথা না শোনে, তাহলে চীনের সেনাবাহিনী তার উপযুক্ত জবাব দেবে। যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একইসঙ্গে চীনা সেনাবাহিনীর ওয়েবসাইটে হুমকি দিয়ে বলা হয়েছে, এবার যদি যুদ্ধ হয় তাহলে ভারত মোটেও সুবিধা করতে পারবে না। চীনা কৌশলবিদ ওয়াং দেহুয়া সামরিক ওয়েবসাইটে লিখেছেন, ভারত যুদ্ধে গেলে এবারও ১৯৬৭ সালের মতোই দশা হবে তাদের।
কিছুদিন আগেই চীন অভিযোগ করেছিল সিকিম সীমান্ত দিয়ে তাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে ভারতীয় সেনা। অন্যদিকে, ভারতের পক্ষ থেকেও একই অভিযোগ উঠেছিল। ১৯৬২ সালের যুদ্ধের প্রসঙ্গ টেনে চীনের পক্ষ থেকে বলা হয়েছিল, অতীত থেকে শিক্ষা নিয়ে ভারত যেন যুদ্ধের উসকানি না দেয়। তার জবাবে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দেন, ভুলে গেলে চলবে না যে ১৯৬২ সালে ভারত যা ছিল, এখন তা নেই। চীনের মতো ভারতেরও পরিবর্তন হয়েছে। এই বিতর্কের মাঝেই ভারত মহাসাগরে চীনা রণতরীর উপস্থিতি যুদ্ধের পরিস্থিতিকেই উসকে দিচ্ছে কি না, তা নিয়েই সন্দিগ্ধ ওয়াকিবহাল মহল। ভারতের বায়ুসেনা স্যাটেলাইট রুক্মিণী, সমুদ্রে দীর্ঘ দূরত্বে নজরদারি চালানোর উপযোগী বিমান পজিডন-৮১’র মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী গত দু’মাস ধরে ভারত মহাসাগরে চীনের ১৩টি যুদ্ধজাহাজ ঘোরাফেরা করছে। এগুলির মধ্যে রয়েছে অত্যাধুনিক লুয়াং থ্রি এবং কুনমিং শ্রেণির ডেস্ট্রয়ার। এই সব যুদ্ধজাহাজে রয়েছে দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। এ বিষয়ে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে সাউথ ব্লকে। 
চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জেন শুয়াং বলেছেন, সিকিম সেক্টরে ভারত-চীন সীমান্ত নির্দিষ্টভাবে চিহ্নিত থাকা সত্ত্বেও ভারতীয় সেনা চীনা ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে। ভুটানের ভূখণ্ডে ডোকলাম মালভূমি থেকে ভারত ও চীন উভয় দেশের সেনাই সরতে নারাজ। এই নিয়েই দু’দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। ভারত-তিব্বত সীমান্তে ডোকলাম মালভূমি নিয়ে মাসাধিক কাল ধরে অশান্তির জেরেই ভারতীয় মহাসাগরে সাবমেরিন নামিয়েছে চীন। 
কংগ্রেস এদিন অভিযোগ করেছে, চীনের আক্রমণ চালানোর প্রস্তুতিকে মোটেই গুরুত্ব দিয়ে বিবেচনা করছে না কেন্দ্র। কংগ্রেসের মুখপাত্র অজয় মাকেন বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রীরা শুধু বিবৃতি দিয়েই দায় সারছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফরে ব্যস্ত। একদিকে পাকিস্তান আর অন্যদিকে চীনের সেনা বারবার ভারতের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে। কিন্তু, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও মাথাব্যথা নেই।
প্রতিটি তাজা আপডেট পেতে 
বিদেশি খবর ........ WWW.SKMDSAMIMSMS.IN..IN

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

"